ওয়েবসাইট তৈরি করতে চান? তাহলে আপনার প্রথম কাজ হবে, একটি Domain নাম রেজিস্ট্রেশন করা । যদি এর আগে কোখনো .com.bd Domain কিনে না থাকেন , তাহলে এই পোস্ট টি আপনার জন্যেই । নিচের প্রক্রিয়া গুলো ঠিকভাবে লক্ষ করলেই , আপনি নিজেই পারবেন এই সহজ কাজ টি দ্রুত করতে।
প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনার ডোমেইনের নাম কি হবে । সেটা যেকোন কিছু হতে পারে , যেমন আপনার নাম কিংবা আপনার ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নাম । তবে ডোমেইন নাম সিলেকশন এর আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে পারেন, যদিও বাধ্যতামূলক নয় ।
- খুব ছোট এবং প্রাঞ্জল নাম।
- দ্রুত উচ্চারণ এবং লিখা যায়।
- যদি ব্যাবসায়িক কাজের জন্যে হয় , তাহলে আপনার Brand-Keyword এর সাথে যেন ম্যাচ করে।
- সহজের মনে রাখার মত।
- Domain নামের ভিতর নাম্বার কিংবা হাইফেন ব্যবহার না করাই ভালো।

.com.bd domain আসলে কি?
.com.bd ডোমেন হ’ল বাংলাদেশের জন্য ইন্টারনেট কান্ট্রি কোড শীর্ষ-স্তরের ডোমেন (সিসিটিএলডি)। .বিডি ডোমেন নিবন্ধকরণটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ টেলিযোগযোগ সংস্থা লিমিটেডকে (বিটিসিএল) .com.bd নিবন্ধন এর সেবা দিয়ে থাকে , পাশাপাশি অন্যান্য কিছু প্রাইভেট Domain Provider দের কাছ থেকেও এই সেবা নিতে পারবেন । তবে আমি Recommend করব সরাসরি BTCL (বিটিসিএল) থেকে নেয়ার জন্যে।
বিশ্বজুড়ে যে কোনও ব্যক্তি / প্রতিষ্ঠান .com.bd এর সাথে ডোমেন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। অর্ডার জমা দেওয়ার পরে ডোমেনটি সক্রিয় করতে 5/6 কার্যদিবসের সময় লাগে। .com.bd ডোমেইনটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিবন্ধিত হতে পারে এবং পরবর্তীকালে এক বছরের আরও সময়কালের জন্য নবায়নযোগ্য।
.com.bd Domain এ কেন নিবন্ধন করবেন এবং এর গুরুত্বপুর্ন দিক ?
আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য যদি বাংলাদেশে আরও বিনিয়োগের পরিকল্পনা থাকে কিংবা আপনি একটি ছোট সংস্থা শুরু করার জন্য ব্যক্তিগত পরিকল্পনা করছেন, তাহলে একটি .com.bd ওয়েবসাইট অবশ্যই থাকা উচিত:
- .Com.bd ডোমেন নামের ওয়েবসাইট’টী Visitors বা ক্লায়েন্টদের মধ্যে অনেক বিশ্বাসযোগ্য বলে মনে হয় এবং ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে বোঝায় যে আপনার ব্যবসা আইনত পরিচালিত হচ্ছে।
- দেশের বাইরে থেকে যখন কেও আপনার সাইট ভিজিট করবে , তখন আপনার Domain দেখেই বুঝে যাবে এটা বাংলাদেশের । কারণ প্রতিটা উন্নত দেশ গুলোতে এই সেবা রয়েছে। যেমন: .com.in(ইন্ডিয়া) , com.pk(পকিস্থান) , com.jp(জাপান) এবং .com.sg(সিংগাপুর) ।
- সার্চ ইঞ্জিন এর ক্ষেত্রেও বেশ লাভবান হবেন , কেননা সার্চইঞ্জিন গুলো (Google , Yahoo, Bing) সহজের ধরে নিতে পারবে আপনার ব্যাবসা কিংবা কাজ গুলো বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে।
- যেহেতু দেশের Extension দিয়ে Domain নিচ্ছেন , তাই অতি ছোট এবং সুবিধাজনক নাম পেতে আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না ।
এর বাইরে আরো বেশ কিছু গুরুত্তপূর্ন দিক রয়েছে , তা নিয়ে শিগ্রই আমি আরেকটি ব্লগ লিখব ।
.com.Bd Domain নিবন্ধকরণের জন্য আপনার যে ডকুমেন্টগুলো সরবরাহ করতে হবে?
Personal Domain রেজিস্ট্রেশন এর জন্য:
- জাতীয় আইডি কার্ড (ফটোকপি)
- কিছু Personal তথ্য । যেমন আপনার পুরো নাম , জন্ম তারিখ & এড্রেস ইত্যাদি ।যেগুলো আপনি অনলাইন ফর্ম এই পেয়ে যাবেন ।
Business Domain রেজিস্ট্রেশন এর জন্য:
- কোম্পানির ট্রেড লাইসেন্স (ফটোকপি)
- ভোটার আই.ডি কার্ডের ফটোকপি (প্রতিষ্ঠানের মালিক / সিইও)
- প্রতিষ্ঠানের কিছু সাধারণ তথ্য ।
.com.bd Domain রেজিস্ট্রেশন
ধাপসমূহ
ধাপ ০১: প্রথমেই আপনাকে http://www.btcl.com.bd/ ওয়েবসাইটে যেতে হবে। তারপর এমন একটি স্ক্রীন দেখতে পারবেন।

ধাপ ০২: Services/সেবাসমূহ এর আন্ডার এ ওয়েবসেবাতে ক্লিক করুন।

তারপর এ ধরনের একটি উইন্ডো দেখতে পাবেন।

ধাপ ০৩: .bd Registration এ ক্লিক করুন। তারপর Search domain availability তে ক্লিক করুন ।

ধাপ ০৪: আপনার কাঙ্ক্ষিত ডোমেনটি বাছাই করুন।

ধাপ ০৫: Register এ ক্লিক করুন।

এবং Registrant Type সিলেক্ট করুন ।

ধাপ ০৬: আপনার সকল জরুরি তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
BTCL এডমিন ড্যাশবোর্ড থেকে আপনার প্রোফাইল টী ভেরিফাই করুন । ইমেল এবং ফোন নাম্বার এর পাশে একটু ভেরিফিকেশন বাটন পাবেন ।

ধাপ ০৭ : এবার পে-মেণ্ট করার জন্যে ড্যাশবোর্ডের Domain লিস্ট থেকে আপনার ডোমেইন এর পাশে “Buy Now” বাটন ক্লিক করলে Invoice সহ Prepaid Teletalk দিয়ে প-মেন্ট করার নিয়মাবলী যাবেন ।

সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় পাবেন টাকা পরিশোধ করার ।
#১. মেসেজ টাইপ করুন
BTCL Invoice_ID Send to 16222
reply এ 8 digits এর একটি PIN number পেয়ে যাবেন এবং কনফার্ম করতে নিচের মেসেজ টি পাঠাবেন ।
#১. ২য় মেসেজ টাইপ করুন
BTCL YES 8 digit PIN number (provided at first message reply)
Send to 16222
পে-মেন্ট সম্পন্ন হয়ে গেলে , আপনার Domain সচল হয়ে যাবে এবং আপনি সাইট এর জন্যে ব্যাবহার করতে পারবেন ।